ব্লগবিডি.কম
https://www.vlogbd.com/2022/08/dhaka-district.html
ঢাকা জেলার দর্শনীয় স্থান গুলো ঘুরে আসুন
বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা,বাংলাদেশের রাজধানী ঢাকা।
ব্যস্ত নগরীতে কোটি মানুষের বসবাস, এ জেলায় বহু পুরুনো একটি
জনপদ।ইতিহাসের পাতায় লিপিবদ্ধ।ব্যস্ত নগরী বেশ কিছু পর্যটন
স্পর্ট রয়েছে।বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে স্পর্ট গুলো দেখতে যায়।
ঢাকা জেলার দর্শনীয় স্থান গুলো হল
লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, হোসেনী দালান, ছোট কাটরা,
বড় কাটরা, কার্জন হল,বাহাদুর শাহ পার্ক, রমনা উদ্যান,
সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা শিশু পার্ক, ঢাকা চিড়িয়াখানা,
বাংলাদেশ জাতীয় যাদুঘর,বলধা গার্ডেন, রোজ গার্ডেন,
বঙ্গবন্ধু নভোথিয়েটার,হাতিরঝিল।
সহ প্রায় শতাদিক দর্শনীয় স্থান এ জেলায় অবস্থিত।
যোগাযোগ:রাজধানী ঢাকা জেলার সাথে সড়ক পথ,
নৌপথ, বিমান পথ, ট্রেইন দিয়ে সহজে যাতায়াত করা যায়।
পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন
আপনার জন্য আরো কিছু পোস্ট
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন