ভোলা জেলার দর্শনীয় স্থান সমূহ

Bhola District বাংলাদেশের দক্ষিনাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল।ভোলার পূর্ব নাম শাহবাজপুর.

Bhola Districtবাংলাদেশের দক্ষিনাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল।ভোলার পূর্ব নাম শাহবাজপুর ১২৩৫সালে দ্বীপ টি তৈরি হওয়ায় ক্রমান্বয়ে এটিতে ১৩০০সালে চাষাবাদ শুরু হয়।১৫০০সালে পর্তুগিজ বণিক ও মগ জলদস্যুরা দ্বীপে শক্ত ঘাঁটি স্থাপন করেন।ভোলা (শাহবাজপুর)১৮২২সাল পর্যন্ত বাকেরগঞ্জের অধীনে ছিল।ভোলা জেলায় পর্যটকদের বেশ আনাগোনা থাকে এখানে রয়েছে, বাংলাদেশের বেশ কয়েকটি দর্শনীয় স্থান। ভোলা জেলা কিসের জন্য বিখ্যাত,এখানে মহিষের টক দই,দুধ,মিষ্টি,সুপারি এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এ জেলায়। ভোলা জেলার দর্শনীয় স্থান  প্রত্নতাত্ত্বিক স্থাপনা ছাড়াও এ জেলায় রয়েছে প্রাকৃতিক চিতাকর্ষ। মনপুরা দ্বীপ,শাহবাজপুর গ্যাসক্ষেত,শাহবাজপুর,মেঘনা পর্যটনকেন্দ্র,তুলাতলী পর্যটন কেন্দ্র, চরকুকরী মুকরী,শিশু পার্ক,জ্যাকব টাওয়ার,তারুয়া সমুদ্র সৈকত। যোগাযোগ ঢাকা থেকে ১৯৫ কিলোমিটার দুরে অবস্থিত ভোলা জেলা।ভোলা জেলার সাথে সরাসরি যোগাযোগ বরিশাল জেলা ও  লক্ষীপুর জেলা।বরিশাল থেকে যেতে, ২৪৭কিলোমিটার।লক্ষীপুর থেকে ২৪০ কিলোমিটার।জেলার সাথে নদী পথে  যাতায়াত করতে পারবেন।


১২৩৫সালে দ্বীপ টি তৈরি হওয়ায় ক্রমান্বয়ে এটিতে ১৩০০সালে চাষাবাদ শুরু হয়।১৫০০সালে
পর্তুগিজ বণিক ও মগ জলদস্যুরা দ্বীপে শক্ত ঘাঁটি স্থাপন করেন।ভোলা (শাহবাজপুর)১৮২২সাল
পর্যন্ত বাকেরগঞ্জের অধীনে ছিল।ভোলা জেলায় পর্যটকদের বেশ আনাগোনা থাকে এখানে রয়েছে,

বাংলাদেশের বেশ কয়েকটি দর্শনীয় স্থান।
ভোলা জেলা কিসের জন্য বিখ্যাত,এখানে মহিষের টক দই,দুধ,মিষ্টি,সুপারি এবং
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এ জেলায়।

ভোলা জেলার দর্শনীয় স্থান 
প্রত্নতাত্ত্বিক স্থাপনা ছাড়াও এ জেলায় রয়েছে প্রাকৃতিক চিতাকর্ষ।
মনপুরা দ্বীপ,শাহবাজপুর গ্যাসক্ষেত,শাহবাজপুর,মেঘনা পর্যটনকেন্দ্র,তুলাতলী পর্যটন কেন্দ্র,
চরকুকরী মুকরী,শিশু পার্ক,জ্যাকব টাওয়ার,তারুয়া সমুদ্র সৈকত।

যোগাযোগ ঢাকা থেকে ১৯৫ কিলোমিটার দুরে অবস্থিত ভোলা জেলা।ভোলা জেলার সাথে

সরাসরি যোগাযোগ বরিশাল জেলা ও লক্ষীপুর জেলা।বরিশাল থেকে যেতে,২৪৭ কিলোমিটার।

লক্ষীপুর থেকে ২৪০কিলোমিটার।জেলার সাথে নদী পথে যাতায়াত করতে পারবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪