নিকলী হাওর কিশোরগঞ্জ

নিকলী হাওর কিশোরগঞ্জ জেলায় অবস্থিত, আশেপাশের কয়েকটি উপজেলা নিয়ে গঠিত নিকলি হাওর


হাওরটির উৎপত্তি হয়েছে ইটনা,মিঠামইন,অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি বর্তমান সময়ে বর্ষায় নিকলী হাওরে পর্যটকেরা ছুটে আসে বর্ষার পানি উপভোগ করার জন্য নিকলী হাওর কে ঘিরে গড়ে উঠেছে বানিজ্যিক আবাসিক হোটেল, এখানে পর্যটকরা হাওর বিলাসের জন্য কয়েক দিন থাকতে পারে,রিসোর্ট বা আবাসিক হোটেল গুলোতে রাতের জোসনা ভরা আলো হাওরের বুকে খেলা করে,পর্যটকেরা রাতে হাওরের হিমেল শীতল বাতাস উপভোগ করে সকালে কড়া রুদ্রে হাওরের বুকে সুর্য্যের মিতালি খেলা করে বিকালে হাওরের বুকে নেমে আসে সূর্যরশ্মি, মনুমুগ্নকর দৃশ্য উপভোগ করতে পর্যটকদের ঢল নামে হাওরের বুকে

 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪