মালনিছড়া চা বাগান সিলেট

 

Malnichora Tea Graden Sylhet
মালনিছড়া চা বাগান বাংলাদেশের একটি অন্যতম পুরা‌তন বাগান।মালনীছড়া চা বাগানের মাধ্যমে বাংলাদেশে চা চাষের আবির্ভাব ঘটেছিল বাগান টি এশিয়া মহাদেশের পুরাতন চা বাগান।

চা বিশ্ব বাজারে বড় একটি স্থান দখল করে আছে। প্রতিবছর লক্ষ লক্ষ টন চা পাতা বিদেশে এক্সপোর্ট করা হয়। ১৮৫৪ সালে লর্ড হার্টসন ১৫শত একর জায়গার ওপর চা বাগানটি প্রতিষ্ঠা করেন। মালনীছড়া চা বাগান সিলেট বিমানবন্দরের কাছে। পর্যটকরা সিলেট ঘুরার সময় চা বাগানের সৌন্দর্য্য উপভোগ করতে ছুটে চলে যায়। মালনিছড়া চা বাগান দেখার পাশাপাশি সিলেটের আরও চা বাগান আছে লাকাতুরা চা,বাগান,লাকাতুড়া স্টেডিয়াম ,ড্রামল্যান্ড ইকো পার্ক রয়েছে আশে পাশে।

কিভাবে যাবেনঃ ঢাকা থেকে সিলেট বাসযোগে যাতায়াত করা যাবে মহাকালী, সায়েদাবাদ, উত্তরা,থেকে বাস যোগে যাওয়া যায়।

বাস ভাড়াঃ৫০০ থেকে৮০০ টাকা।
ট্রেনে যাতায়তঃ কমলাপুর রেলস্টেশন হতে সিলেট কদমতলী স্ট্যাণ্ডে নামতে হবে, রিক্সা অথবা সিএনজি যোগে আম্মরখানা যেতে হবে। আম্মরখানা পয়েন্ট থেকে ২০ টাকা বাড়ায়  মালনীছড়া চা বাগানে যাওয়া যায়।
কোথায় থাকবেনঃ সিলেটে অনেক ভালো মানের আবাসিক হোটেল আছে আপনাদের ইচ্ছা মত সেখানে থাকতে পারবেন।
কোথায় খাবেনঃসিলেটের অনেক নামি দামি হোটেল আছে সেখানে ভালো মানের খাবার পাওয়া যায় রাতের খাবার সেখানে খেতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪